আজ কতনা সহজে কতকিছুই চাইলে পাচ্ছেন
ভোগ করছেন হে সন্মানিত ভোক্তা ।
জানেন তো এর পিছনে কতনা অর্থ সময় শ্রম
মেধা খাটিয়েছে বেচারা উদ‍্যোক্তা ?


সফল আর হয়েছে বা ক'জন হয়তো শতকরা
হাতেগোনা ঐ দুচার জনা !
তন্মধ‍্যে উদ‍্যোক্তা হবার প্রয়াস চালায় হাজারে
গুটি কয়েক উদ‍্যোগী মনা ।


শিক্ষা সম্পদ অভিজ্ঞতা সামর্থ কিবা সক্ষমতার
সীমাবদ্ধতা সেকি মানে ?
একদিন মনছবি তার হবেই বাস্তবায়ন সেটাই
শুধু সে মনে প্রাণে জানে ।


সফল না হলে পরে সে ভোগ করে কত জ্বালা
যন্ত্রণা লাঞ্চনা গঞ্জনা ।
দেখবেন জীবনের পড়তে পড়তে জড়িয়ে আছে
তার কত হারানো বেদনা বিরহগাঁথা বঞ্চনা ।


কাক-পক্ষীরা জেগে উঠার আগে নিরলস সেই
উদ‍্যোক্তাই উঠে জেগে ।
অভীষ্ট লক্ষপানে অবিরাম ছুটেই চলে সে যেন
বাতাসের গতিবেগে ।


নেতিবাচক চিন্তার সাধারণ মানুষ সবকিছুকেই
কঠিন ভেবে ক্ষান্ত দিয়ে বলে সম্ভব না ।
ইতিবাচক চিন্তাশীলরাই যে হয় উদ‍্যোগী সর্বদা
হয়না হতাশ, দেখে সবকিছুতেই সম্ভবনা ।


দিনমান রক্ত পিষে ঘাম ঝরিয়ে অদম‍্য উদ‍্যোক্তা
তার স্বপ্ন করে নির্মাণ ।
তার উসিলায় খেয়ে পড়ে বাঁচে তখন তার দেশ
আর অগণিত মানুষের প্রাণ ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬.১১টা, রবিবার, ১১ বৈশাখ ১৪২৯, ২৪ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা  ।


.