উন্মাদ তাদের প্রভু
বুঝেনা বুঝিবা কভু
বলে যদি ঐ খানে আছে নাকি কেউ ?
অমনি কুকুরেরা করে ঘেউ ঘেউ ঘেউ ।


ওরা বুঝি জানে না
প্রভুটা পাগল কিনা
তবুও প্রভু ভক্তি তাদের বেশ বেজায়
ওরা যেন শুধুই পা চেটে বাঁচতে চায় ।


ঐ কুকুরগুলো নিয়ে
প্রভু বেড়ায় দাপিয়ে
যেন সে কোন মানুষই না এক দেউ  
তাইতো তারা করে ঘেউ ঘেউ ঘেউ ।


যখনই যাদের পায়
পায়ে শুধু কামড়ায়
প্রভু তাই দেখে হাসে মহা উল্লাসে
কুকুরগুলোও তাণ্ডব করে মহাত্রাসে ।  


অবশেষে গ্রামবাসী
রেগে হল সর্বনাশী
আছড়ে পড়ল ওদের ক্ষোভের ঢেউ
বাঁচল না কেউ তবে বন্ধ ঘেউ ঘেউ ।


রচনাকালঃ- রাত ১১.০৫টা, শুক্রবার, ১০ বৈশাখ ১৪২৮,
৯ রমজান ১৪৪৩, ২৩ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।