জনতা- ওনারা এত হম্বি তম্বি
করছে কেন সরকারে যেতে ?
তারা তো জন্মান্তরের ভুখানাঙ্গা
সেথায় ভালো পায় যে খেতে !  


তারা উপরেরটাও উপ্‌রে খাবে
ভিতরেরটাও খাবে তল দিয়ে ।
সরকারিভাবে চড়া ট্যাক্সে খাবে
তারা খাবেও আবার দল দিয়ে।  


আজন্মের ক্ষুধার জ্বালা মিটাবে
তারা এই দেশের সরকার হয়ে ।
যাদের ভোটে তারা যাবে ক্ষমতায়  
তাদেরই রাখবে সদা ভয়ে ভয়ে।

এই ক’দিনেই মোদের ব্যয়ভার
হু হু করে বেড়েই গেল বহুগুণ ।  
আয় বাড়ল না মোটেও মোদের
শুধু পান্তা ফুরাচ্ছে আনতে নুন ।


কংক্রিটের ঐ উন্নয়নকেই উন্নয়ন
বুঝিয়ে বেকুব বানায় জনগণ।
শিল্পে তো বহুদিন বিনিয়োগহীন  
তার উন্নয়নবিনা এ কোন উন্নয়ন ?


উন্নয়ন না ছাই যা ছিল তাও নাই
বন্ধ হচ্ছেই নিত্য ব্যবসা বাণিজ্য।
এমন অচিন্তিনিয় বড় কঠিন জীবন
যাপনে ধরে রাখতেই পারিনা ধৈর্য ।


রচনাকালঃ- দুপুর ১২.৪১ টা মঙ্গলবার
         ১৩/১১/২০১৮ মিরপুর, ঢাকা ।