যেই সড়কে পূর্বসূরিরা এই স্বাধীনতার দাবিতে
রক্ত ঝরিয়ে তারা করেছিল কত বিক্ষোভ মিছিল।
এই স্বাধীনতা পেয়েই কি আমরা উদ্ভ্রান্ত দিশেহারা,  
যে যার মত সবাই চলছি ফিরছি করছি সাবলীল ?
তাই বুঝি আজ এই মতিভ্রমের সমাজ, উন্নাসিক
চলাচলে এই সড়কের কবলে বেড়েছে মৃত্যুরমিছিল?


এই স্বাধীনতাই কি হল মোদের কাল, পেলাম  
তাই ঐ মিছিলের সাথে মৃত্যুর মিছিলের অন্তমিল।
দুঃখ বিষাদের পরিক্রমা দিনকে দিন বাড় বাড়ন্ত
প্রিয়জনেরা প্রতিনিয়ত মৃত্যুর মিছিলে হচ্ছে শামিল।
তাদের স্বজনেরা সেই মরেছে কবেই তবুও করে
বিলাপ প্রত্যেহ, মোদের বেলায় কৈ অত দয়াশীল ?      
আরে এমন দুচারটা মরুক না, ঐ দিলটা ভরুক না,
রক্তপিপাসু দেবীর আত্মাটা যদি তাতে হয় শিথিল !  


যদি হয় ঐ মৃত্যু নিয়ে দেশ ব্যাপী বিক্ষোভ, তবে
নেই ভয়, লাশ প্রতি বিশ লাখে দেব গোঁজামিল।  
এর চেয়ে ঢের বেশী খুনে; হাত রাঙানো মন্ত্রীরা
শুনে, তাই তো স্বভাব সুলভ হাসি হাসে খিলখিল।
তারা যে আর চলেনা ভিড় ঠেলে বাসের ডাণ্ডা ঝুলে,  
ওসব গেছে ভুলে এখনতো প্রটোকলে সুখ অনাবিল।
এটাই কি উন্নয়নের মহাসড়ক, সেথায় পাল্লা দিয়ে  
বেড়েছে মড়ক যেথায় পরমানন্দে নাচছে আযাযিল।।


রচনাকালঃ- সকাল ৭টা ০৬/০৮/২০১৮ ঢাকা ।