১৪ই ফেব্রুয়ারি প্রেমবাজদের ঘটাকরে বিশ্বে
পালিত হল ভালোবাসা দিবস ।
কবি সাহিত্যিক গায়ক সকল তারই বন্দনায়
যুগিয়ে দিল কত অমৃত মধুরস ।


যেন নিবু নিবু প্রদীপ দীপ্যমান হল মহামতি
এমন কীর্তিমানদের কল্যাণে !  
প্রেমিক প্রেমিকারা প্রান পেল, আবারও মজে
গেল, জানলো প্রেমের মানে ।


কিন্তু কেউ কি জানলো সব কিছুরই বৈপরীত্য
থাকে, ভালোবাসার থাকে ঘৃণা ?
বেশীর ভাগ ভালোবাসা যে সফল হয়না বরং
এর জন্য হয় কত দুঃখ বেদনা !  


জীবদ্দশায় সিংহভাগ জীবন ভোগ করছে যত
নারকীয় যন্ত্রণা পরকাল তো পরে ।
তবে কেন ঐ সকল কবি সাহিত্যিক গায়কগন
এত প্রেমের জয়গান গেয়ে মরে ??????


রচনাকাল- রাত ১০.৪৫টা ৩ ফাল্গুন ১৪২৫
৯ জমাদিউস সানি ১৪৪০, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ।
মিরপুর, ঢাকা ।