এই জগতের মাঝে যত বড় কিংবা যা
কিছুই হই না কেন আমি ।
ভালোবাসার মানুষটির কাছে কখনই
সাজতে চাই না দামী ।
দশ গ্রাম দাওয়াত করে মহানন্দে আমার
ঘরে নাইবা হল বিয়ের ধুমধাম ।
এবার নাইবা দিলাম আমার জীবনের দাম ।
নাইবা করলাম ওসব রেওয়াজ রীতি
সর্বত্র কে বা বজায় রাখে নিয়ম নীতি ?
সব মেনে তো আর হয়না প্রেম প্রীতি ।
মন দিল উজাড় করে যাকে ভালোবাসি
স্বার্থ চিন্তায় কেমনে তাকে ফেলে আসি ?
না জেনে যখন তাকে ভালো বেসেছিলাম
সবজেনে না হয় তার দুখের ভাগি হলাম ।
ওসব সামাজিকতা লৌকিকতার চাইতে
সবকিছুর বিনিময়েই চাই তাকে পাইতে ।
একটি জীবনের জন‍্য যদিবা করি কার্পণ্য
তবে কি নিশ্চয়তা আছে জীবন হবে ধন‍্য ?  
হায় ! এত বখিল বলে পরিচিত হবো আমি
সব আশায় গুড়ে বালি করে যদি অন্তর্যামী ।
কি দিয়েই বা বুঝাবো আমি তখন নিজেকে
তাইতো ফেলে যেতে পারিনা ভালোবাসাকে ।
আমার ভালোবাসা পবিত্র, স্বর্গ হতেই আসা
তাকে নিয়ে তো আর করতে পারিনা তামাশা ।


রচনাকালঃ- রাত ১০.৫১টা, রবিবার, ১০ জানুয়ারি ২০২১,
বাসযোগে ঠাকুরগাঁও হতে ঢাকা ফিরতি পথে ।