ভূতে ধরেছিল যে মোর
মমতাময়ী দুখিনী মাকে !
ডেকে এনেছিলাম দূর্দম
এক নামজাদা ওঝাকে ।
ওঝা সুচ ফুটিয়ে, ঝাড়ুর
ঝাড়ে কিনা করে তাকে !


মা করছিল কত চিৎকার
প্রাণ যেন যায় যায় তার
আমি তা দেখে আবেগে
কেদেঁকেটে হই একাকার ।


বললাম দোহাই করবেন
না আঘাত মা'র শরীরে ।
কোন সন্তান কি মায়ের
এমন দৃশ‍্য সইতে পারে ?
খবরদার আর একটি বার
লাঞ্চিত করবেন না তারে ।


ওঝা বলেছিল ওরে খোকা
তুই যে দেখি বেজায় বোকা
আমি তোর এই মাকে মেরে
কেন দেবো তোকে ধোকা ?

তাহার শরীরে ভর করেছে
যে কতেক জীন ভুতেরা ।
তারা যাবে না যে কিছুতেই
মাকে এমন ধোলাই ছাড়া ।
তবে তোর মা তোরই রবে
এটা ছাড়া যাবে যে মারা !


কোন ডাক্তার কিবা কবিরাজ
করতে পারবে না কোন কাজ
যতই মমতার যেই হোক না
ভুত তাড়াবার এটাই এলাজ ।


স্মর্তব‍্য- পাঠকগনের প্রতিক্রিয়া পাঠে মনে হল ঘটনার বিবরণ কাব‍্য কথায় হয়েছে বিষয়টি তা নয় । দেশমাতাকে নিয়েই এই লেখার প্রয়াস । আশাকরি এবার বুঝবেন ।


রচনাকালঃ- দুপুর ১২.২৯টা, সোমবার, ৬ পৌষ ১৪২৭, ৫ জমাদিউল আউয়াল ১৪৪২, ২১ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।