ধ্যানী সাধক এক গভীর বনে, নির্জনে  
ধ্যান সাধনায় মগ্ন ছিলেন আপন মনে ।
ধ্যান ভেঙ্গে তার নয়ন হল যে ব্যকুল
সম্মুখে ফুটেছে এক অপরূপা বনফুল !


সৌন্দর্যে সৌরভে যে সবচেয়ে অনন্য  
ঔষধি গুনেও সেরা সে মানুষের জন্য ।
ধ্যান সাধনা এখন না, করলেনও পণ
এই বনফুল স্বীয় বাগানে করবে বপন ।


ধ্যানে পাওয়া বর হয়তো ছিল এটাই
তাই তারে বাগানে নেয়া চাই-ই চাই ।
সাজানো বাগানে সে-ই হবে মধ্যমণি
হবে ইহকাল পরকালেরও সুখের খনি ।


ধ্যানীর নিবিড় পরিচর্যায় উঠলে বেড়ে
তার রূপ গুন সবার হৃদয় নিল কেড়ে ।
সাধকেরও সাধনা তাতেই হল সার্থক
বনফুল বিনা সাধনা হত বুঝি নিরর্থক ।    


রচনাকালঃ- রাত ৮.০৬টা, বুধবার, ৯ বৈশাখ ১৪২৮,
২১ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।