সাদাবিষ চিনি হচ্ছে আখ ছাড়া
সরিষার তেলও হচ্ছে সরিষা ছাড়াই ।
ফলের জুসটাও হচ্ছে ফলবিনা
অত তাজা ফলমূলই বা কোথায় পাই ?
সুন্দর সুন্দর মোড়ক হয়েছে
কিন্তু ভেতরে নাই আসল জিনিষটাই !
আহা ! আমরা নাকি শিক্ষিত
সচেতন আল্ট্রা মর্ডাণ হয়েছি সবাই ।
অথচ কি না কি খাওয়াচ্ছে ওরা
পরখ করার প্রয়োজন বোধটুকুও নাই ।
কারণ বিজ্ঞাপন দেয় আমার
প্রিয় তারকা, তাই গাপুস গুপুস খাই ।
যদিও জানি না বা মানি না
প্রাকৃতিক খাদ‍্যের আসল রূপ গুনটাই ।
তাই বেনিয়ারাও ভেজাল বেঁচে
টাকার পাহাড় গড়ে চলেছে ধাই ধাই !  
রাজা বাদশা মন্ত্রী সান্ত্রী টাকার
জোরে আজ সবি তো হচ্ছে যে ওরাই !
এদিকে মহামারির মতো দেশ
জনতার বেড়েই চলেছে রোগ বালাই ।
আবার ওদিকেও দেখি ঐ ওরাই
চিৎকিসা বানিজ‍্য খোলে পেতেছে ঘাই ।
হায় রে বেনিয়াপনা, তোদের
অত‍্যাচারে বলতো এবার কোথায় যাই ?


রচনাকালঃ- রাত ১১.২৩টা বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা ।