নদীর ওপারে স্বর্ণ রাজ্যের রাজা আমি
এ পারেতে মুসাফির হয়ে না হয় হয়েছি ভিখারি ।
নদী পারি দিলেই পারি যেতে স্বদেশে
থাকবো রাজ বেশে তাই বলে ভিক্ষা করতে পারি ?
থাকিনা কেন দু-চার দিন অনাহারী............


শুধু আপনার তরে কেন এমন করে
অগত্যা করবো আত্মসমর্পণ থাকতে জীবন যৌবন ?
এই সুযোগে বরং করিনা দারিদ্র পীড়িত
অভুক্ত মানুষের জীবনের অবর্ণনীয় অভিজ্ঞতা অর্জন ।
করি চেষ্টা তা থেকে উত্তরণের পণ...............


জীবনের সর্বস্তরে বাস্তব অভিজ্ঞতা
অর্জন বিনা সবার জীবনকে তবে বুঝবো কি করে  ?
বাস্তব জ্ঞানার্জন বিনা সবি ধোঁয়াশা কিনা
ওটা জীবনই না একভাবে খেয়ে পরে গেলে মরে ।
জীবনের সৃষ্টি যে অন্য জীবনের তরে.........


রচনাকালঃ- রাত ১০.২০টা শনিবার ১৩/০৭/২০১৯
মিরপুর, ঢাকা ।