মরার ভয়ে সবি যারা মেনে নিয়ে বাঁচে
সারা জীবন থাকে তারা আগুনের আঁচে ।
মরতে না চাইলেও তারা মরে প্রতিদিন
মরণবীন সুর ধরে ছোবল মারে নাগিন ।
বেদনার্ত ভগ্ন হৃদয়ে তারা থাকে হতাশ
মরেও বেঁচে থাকে বটে হয়ে জিন্দালাশ ।
বাঁচার এতো শখ কিসের দাসের মতো
মানুষ মানুষের কাছে মাথা করে নত ?