তার আদ্ধেক কথার প্রকাশ ঘটে
আর আদ্ধেক থাকে তারই পেটে
আধুনিক কবি নবীন রবি লিখে
চলছে কবিতা অনেক খেটেখুটে ।


যে যেটা চায় দেয় পাতায় সেঁটে
সাধ‍্য আছে কার তা দেয় ছেঁটে
মুহুর্তেই করছে প্রকাশ প্রকাশক
নাশক সরাসরি এই ইন্টারনেটে ।


পাঠককুল হয় ব‍্যকুল ঘেঁটেঘুঁটে
মাথা যে ধরে রাগে পড়ে ফেটে
বুঝতে তার মর্ম করে গলদঘর্ম
অবশেষে কেউবা পরেও কেটে ।


নিত‍‍্য কবিতার জন‍্যে বুদ্ধি আঁটে
যদিও পারিশ্রমিকও নাই মোটে
তবুও রাত বিরাত লিখে কবিতা
যদি যায় দুনিয়ায় কবি নাম রটে ।


রচনাকালঃ- রাত ১০.৩৪টা, ২৭ শ্রাবণ ১৪২৮,  
১২ আগষ্ট ২০২১, মিরপুর, ঢাকা ।