পুরুষ হয়েও জন্মে যদি তুমি না হও
কর্মদক্ষ কর্মঠ, না হও যোদ্ধা, থাকো আনাড়ি ।  
পহেলায় তোমার বউ হবে বিদ্রোহী
সমাজ সংসার অবজ্ঞা করে করবে সে চাকরী ।


নির্লিপ্ত চেয়ে দেখবে তুমি, তোমার
দুঃখিনী মা আজীবন করবে তারই দাসীগিরি ।
পরম আত্মীয় মমতাময়ী সেই শাশুড়ি
তোমারই সংসারে করবে অযাচিত খবরদারী ।


নিরুপায় তখন করবে অনুধাবন
সুযোগ পেলে দুর্বলেরাও হয় এত অত্যাচারী ?  
অবলার অত্যাচার কতনা ভয়ংকর
কত যন্ত্রণার যা সব কিছুকে যায় সীমা ছাড়ি ।


মজনুর ভালোবাসা একালে অচল তারে
রাখতে সচল লাগবে যে ব্যক্তিত্ব আর অর্থকড়ি !
বউয়ের টাকায় কিছু করবে তো শালা
মরবে, দেখবে হেনস্তা কৈফিয়তের বাড়াবাড়ি ।  


ওদিকে সন্তান তোমার মমতা বঞ্চনায়
অকালে যাবে বখে, করবে যে শুধুই আহাজারি ।  
তুমিও অকালেই করবে বার্ধক্য বরণ
শেষমেশ ঐ বৃদ্ধাশ্রমে যেতে গুটাবে পাততাড়ি ।


কষ্ট ও পরিশ্রম নির্ভর করেই তোমায়
বানিয়েছে বিধাতা, তাই তাকে দিওনা আড়ি ।
কঠোর শ্রমে পুরুষই করবে আয় উন্নতি
রানী সেজে নারী সামলাবে শুধু সন্তান ঘরবাড়ি ।


রচনাকালঃ- সন্ধ্যা ৬.৫৫টা রবিবার ১/৩/২০১৯
মিরপুর, ঢাকা ।