হায় ! বাংলার দুঃখিনী মায়ের যুব সন্তান
মা-বাবা হোক শ্রমিক-জেলে-তাতি-কৃষাণ
তাতে কি ? জীবন তো কাটাও আলিশান
কিন্তু ভাবো না রোজগারের কি পেরেশান !  


নিজকে যখন গড়বে হে নিজের পরিচয়ে
সবাই তখন তোমায় নিয়ে আছে সংশয়ে
তোমার মেধার বিকাশ ঘটাবে যে সময়ে  
তখন ডুবছ সামাজিক মাধ্যমের অবক্ষয়ে ।


কত সাধনায় জীবন গড়েও আমরা ব্যর্থ
এখনও খুঁজেই পাই না জীবনের কি অর্থ
যখন কেউই কাউকে খুঁজে না বিনা স্বার্থ
তখন তুমি কি হতে যাচ্ছ যুগের অপদার্থ ?  


রচনাকালঃ- সন্ধ্যা- ৭.১৭, সোমবার, ৬ বৈশাখ ১৪২৮,
১৯ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।