অসহায় মানুষের পাশে
-----------------------------------
-------শিব পদ রায়
অসহায় মানুষের পাশে থাকো সবে,
সাহায্যের হাত বাড়াতে হবে সম্ভবে।
ওরা আমাদের স্বজন অতি আপন,
ঈশ্বরে করি কামনা বাঁচাও জীবন।

প্রকৃতির নির্মম পরিহাস তান্ডব,
তাদের তুমি রক্ষা করো মহানুভব।
সীমাহীন দু:খ বানভাসি মানুষের,
প্রাণ ভিক্ষা চাইছে ওরা মানবতার।

জলে প্লাবিত বাড়ি দিশেহারা মানুষ,
অনাহারে দিন কাটে নাই কোন হুঁশ।
জোয়ারে ভাসছে নিরুপায় জনগোষ্ঠী,
মুক্তি হোক প্রভূ আর নয় অনাসৃষ্টি।

তুমি রক্ষা করো হে মাধব দয়াময়,
বন্যার কবল থেকে করোহে উপায়।
বিপদ থেকে পরিত্রাণ হোক বিধাতা,
ক্ষমিও অপরাধ রক্ষিত মানবতা।

     তাং- ২৫/০৮/২৪ ইং
  চুকনগর, ডুমুরিয়া, খুলনা।