দিন বদলে যাচ্ছে
------------------------------------
---------শিব পদ রায়
দিন বদলে যাচ্ছে মানুষ বুড়ো হচ্ছে,
মাথার চুল অল্প বয়সে পেকে যাচ্ছে।
আসল কথা বদলে নকলে ছেয়েছে,
কোনটা সঠিক বেঠিক বিব্রত হচ্ছে।

মনের উক্তি শোনার মত কেউ নেই,
ভিন্ন তালে ব্যস্ত মানব গুরুত্ব নাই।
স্বার্থের জন্য মানবীয় গুণ বিনষ্ট,
নি:স্বার্থ সামাজিক কর্মে করে অনিষ্ট।

আপন মানুষ আর দেয় না সময়,
কাজের আধিক্য দেখায় মূলে তা নয়।
পুরনো দিনের গান মূল্যায়ন কম,
দ্রুত লয় গীতের প্রতি মনোসংযম।

বাবা মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ খুব অল্প,
বিরক্তির কারণ বোঝায় টান স্বল্প।
বদলেছে জীবদ্দশা এলোমেলো দেখি,
ফিরে আসুক আগের দিন মুখোমুখি।

       তাং- ১০/০৯/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া,খুলনা।