দৃষ্টিকোন
----------------------------------
-------শিব পদ রায়
দুটি মনের সুখের স্বপ্ন পরিবার,
পুত্র কন্যা পরিজন সত্ত্বা সকলের।
সমগ্র জীবনের সাধনার ফসল,
বাকি সময় নির্বিঘ্নে কাটবে সফল।

সব দম্পত্তি চায় দিন ভাল কাটুক,
হাসি আনন্দে সংসার সুখের হউক।
এত স্নিগ্ধ সুন্দর ক্ষণ যদি ভুল হয়,
মিটাবে পরস্পরের শুভ্র ভাবনায়।

সুস্থ অসুস্থ বিভিন্ন কারণে তিক্ততা,
সবাই পর হলেও থেকো অভিন্নতা।
মনে রেখ স্ত্রীর মতো আপন কেহ নয়,
বিপদে আপদে পাশে সে সব সময় ।

আবার স্বামী সুখ সব স্ত্রীর সহে না,
অতি কাছের মানুষ দূরুহ ভাবনা।
যত রাগারাগি করো চেঁচামেচি হবে,
সকল ভুলেই মিলে যাও শান্তি পাবে।

   তাং- ২৯/০৭/২৪ইং