দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা
-----------------------------------------
--------শিব পদ রায়
শেষে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায়,
প্রধান শিক্ষকবৃন্দ পেয়েছেন রায়।
আজ ঐতিহাসিক তের মার্চ লগন,
বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত বিচক্ষণ।
দীর্ঘ দুই দশকে আন্দোলনের ফল,
অবশেষে হাইকোর্টের রায়ে সফল।
নয় তিন দুই হাজার চৌদ্দ সালেতে,
সেকেন্ড ক্লাস মর্যাদা গ্রেড দশমেতে।
সম্মানের সাথে কাজ করবেন মিলে,
শিক্ষকের আশা পূর্ণ হলো সর্বকালে।
সব শিক্ষকের হোক ন্যায্য অধিকার,
সুস্থ মনে পাঠোন্নতি শ্রীবৃদ্ধি সবার।
প্রাথমিক শিক্ষা এগিয়ে যাবে উদ্যমে,
মানসিক শান্তি ফিরে আসবে প্রজন্মে।
কর্মের সংগে ন্যায্য প্রাপ্তি কাম্য সবার,
আনন্দেতে পাবে শিক্ষা শিশু অধিকার।
তাং-১৩/০৩/২৫ ইং