ফেলে আসা স্মৃতি
---------------------------------------
-------শিব পদ রায়
ফেলে আসা স্মৃতিগুলো শুধু মনে পড়ে,
হৃদয়ে বেদনার ছবি আঁকে অঝোরে।
মনকে কেবলই কাঁদায় বারেবারে,
নিশিদিন স্মৃতির পাতায় উঁকি মারে।

কত না হাসি গান সুরের মূর্ছনায়,
আজও কেঁদে ফিরে গভীর বেদনায়।
চির সনাতন হৃদয়গ্রাহী গায়ক,
যারা দোলা দেয় মনে মর্মে  নিয়ামক।

অবহেলা অনাদরে আহত পাখিরা,
অবলীলায় গেয়ে বেড়ায় সর্বহারা।
সেই মধুর কন্ঠ ধ্বনিত হয় হৃদিকুঞ্জে,
যা চির অম্লান চির নতুন পুঞ্জে পুঞ্জে।

কখনো হবে না পূর্ণ গহীন কাননে,
যতদিন ধরা রবে সভ্যতার টানে।
স্মৃতি তুমি বিদারক হাসাও কাদাও,
স্মরিব জীবনভর তব শ্রদ্ধা লও।

       তাং-১৬/০৪/২৫ ইং