হাসিমুখে
--------------------------------
-------শিব পদ রায়
হাসিমুখে থাকলে সবাই
আয়ু বেড়েই যায়,
হাসিখুশি জীবন যাপন
মনোবল বাড়ায়।

হাস্যোজ্জ্বল মানুষ গুলোই
সবার সাথে মিশে,
তাদের পরশ পেলে তবে
প্রাণ পায় আবেশে।

জীবনটা এক যুদ্ধ ক্ষেত্র
সর্বক্ষেত্রে লড়াই,
বাঁচার মত বাঁচতে হবে
আনন্দেতে সবাই।

হেসে খেলে সময় কাটাও
সবে নিরোগ হবে,
হার্ট তোমার থাকবে ভালো
প্রফুল্ল অনুভবে।

গোমড়ামুখে থাকবে যারা
অসুখ বাসা বাঁধে,
দুশ্চিন্তায় দিন কেটে যায়
জীবনে প্রতিপদে।

উল্লাসে ভরিয়ে দাও মন
হৃদয়ে তৃপ্তি পাবে,
অনাবিল সুখ প্রাপ্তি হবে
সগৌরবে সৌরভে।

   তাং- ০৫/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।