জীবন যুদ্ধে হেরে গেছি
---------------------------------
-------শিব পদ রায়
জীবন যুদ্ধে আমি হেরে গেছি
কি পেলাম ঝুলিতে,
রইলো না ভবের মাঝে কিছু
নামটি রেখে যেতে।
পেয়েছি পূর্ণ হারিয়েছি সব
হিসাব খাতা শূন্য,
বসে ভাবি শুধু বৃথা জনম
বেঁচে থাকা বিপন্ন।
আমিতো একজন রিক্ত নি:স্ব
নাই যে অবলম্বন,
সোনার হীরাটি অঙ্কুরে লুপ্ত
এ বিধির বিধান।
পৃথিবীতে কে কার আছে বলো
নির্মম পরিহাস,
বিধাতা দিলো বেদনার বীণ
শুধু হাই হুতাস।
তাং- ১৭/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।