নিজেদের মধ্যে লেনদেন নয়
---------------------------------------
--------শিব পদ রায়
নিজেদের মধ্যে লেনদেনেই
সম্পর্ক নষ্ট হয়,
দূর থেকে যোগাযোগ রাখলে
সব থাকে বজায়।
মুখ থেকে হলে সমালোচনা
ভালো ভাবে নেয় না,
হাত পা গজাতে থাকে কেবল
চতুর্দিকে যন্ত্রনা।
আপনে হলে মুদ্রা বিনিময়
ব্যবহার বিদ্রুপ,
তেমন নাই অশনি সংকেত
নেছাখার তদ্রুপ।
আপন হতে পর ভাল শুনি
তারপর জঙ্গল,
ভালমন্দ সব মিলে চললে
সবকিছু সফল।
কিছু মানিয়ে পথ চলা যায়
দূরত্ব দূরে নয়,
নিজে ঠকিয়ে সদ্ভাব রাখলে
দিনটা সুখময়।
তাং- ০৪/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।