নদীর খেলা
---------------------------
-------শিব পদ রায়
পদ্মা মেঘনা যমুনা বড় বড় নদী,
রং বেরংয়ের নৌকা চলে নিরবধি।
জাহাজ ষ্টীমার লঞ্চ চলে অহরহ,
মালামাল বহন করে নিত্য প্রবাহ।

সেথা উড়ে বেড়ায় শালিকের ঝাঁক,
পাল তোলা তরী বেয়ে মাঝি দেয় হাঁক।
জলের ঢেউ করে ছলছল অপূর্ব,
সেকি অপরূপ দৃশ্য প্রকৃতির পর্ব।

জারি সারি ভাটিয়ালী গান গেয়ে যায়,
দুপারের মানুষ শ্রোতার ভূমিকায়।
ঝিরিঝিরি বায়ু বহে জলের উপর,
প্রাকৃতিক সমীরণ লাগে সুমধুর।

নদীর বুকে বাস করে অনেক জেলে,
নানা রকম ইলিশ মেলে পদ্মাজলে।
নদীর একুল ভাঙ্গে অন্যকুল গড়ে,
দৃশ্য নদীর খেলা সবার চোখে পড়ে।

   তাং- ০৯/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।