প্রেম
---------------------------
-------শিব পদ রায়
প্রেম মানব জীবনে অমূল্য সম্পদ,
এটা না থাকে যৌবন বৃথা অপবাদ।
মানুষ ভালবাসবে সেটা স্বাভাবিক,
একে অপরের সংগী গতানুগতিক।

ভালবাসা নাই এমন মন বিরল,
পৃথিবীর সব জীবের মধ্যে প্রবল।
মন বিনিময়ে মানুষ হয় দেউলে,
তবু্ও বিচ্যুত হয় না আদর পেলে।

কার না ইচ্ছে হয় সোহাগ মহব্বতে,
একাত্মেই আলিঙ্গনে সুরভী আবর্তে।
মনের নিবিড় কোণে থাকে দিলে স্থান,
তাকে পেতে মনে করে শুধু আনচান।

যাকে দিয়েছ জায়গা গহীন কাননে,
তার স্পর্শে ভরে উঠবে হৃদয় প্রাণ।
সর্বদা পেতে চায় যত্রতত্র এ মনে,
অমিয় বন্ধন দৃঢ় প্রেম বরিষণে।

   তাং- ০৮/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।