সাহায্যের হাত বাড়িয়ে
----------------------------------
--------শিব পদ রায়
সাহায্যের হাত দাও বাড়িয়ে
অনন্ত সুখ পাবে,
যারা অনাহারে দিন কাটায়
তাদের পাশে রবে।
যে দু:স্থ অসহায় নিরুপায়
সান্নিধ্যে এসো তার,
এতটুকু সহযোগিতা পেলে
ভুলবে না তোমার।
সঠিক দিক নির্দেশনা দাও
ভুল পথে না হাটে,
মনের মাধুরী মিশিয়ে তাকে
যেন আদর্শে কাটে।
ইচ্ছা থাকলে মানব কল্যানে,
শেষটুকু বিলাও,
তবে পেতে পারো মনে প্রশান্তি
মরে অমর হও।
তাং- ০৯/০৭/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।