শয়ন একাদশী
---------------------------------------
--------শিব পদ রায়
আষাঢ়ে শুক্লপক্ষে একাদশী শয়নী,
পাপ বিনাশক ব্রত পালনীয় জানি।
সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজর্ষি,
ছিল না দুর্ভিক্ষ খাদ্যাভাব খুব খুশি।

দৈবদুর্বিপাকে ত্রিবছর নেই বৃষ্টি,
স্বাহা স্বধা বেদপাঠ বন্ধ অনাসৃষ্টি।
প্রজারা রাজার কাছে এসে বললেন,
ভগবান বিষ্ণু করেন বারিবর্ষণ।

প্রজারা অন্ন অভাব ঘোচাতে বলেন,
রাজা ব্রহ্মাকে প্রণাম করে বনে যান।
সৈন্যসহ সেরা ঋষি আশ্রম ভ্রমণ,
ব্রহ্মাপুত্র অঙ্গিরা ঋষি হয় দর্শন।

রাজা আনন্দে করেন চরণ বন্দনা,
করেন আশির্বাদ ও কুশল কামনা।
অঙ্গিরা বলেন সবে বেদপরায়ণ,
ব্রাহ্মণ করে কেবল তপস্যা সাধন।

এক শূদ্র তপস্যায় রাজ্যে এ দুর্দশা,
তাকে বধে কাটবে সব দোষ দুরাশা।
নিরপরাধ তপস্যাকারী নয় বধ,
অন্য উপায় বলুনতো মিটাই সাধ।

অঙ্গিরা ব্রত পালন করতে বলেন,
রাজ্যে সব প্রজা করে এ ব্রত পালন।
ব্রত প্রভাবে হয় প্রচুর বৃষ্টিপাত,
সকলেই সুখে করেন কালাতিপাত।

     তাং-০৬/০৭/২৫ ইং