সুন্দর আগামী
------------------------------------
--------শিব পদ রায়
আমরা সুন্দর আগামীর প্রত্যাশায়,
ছেলেমেয়ে মানুষ হবে সে ভাবনায়।
কেউ চাইবে না ধ্বংস হউক প্রজন্ম,
প্রকৃত শিক্ষা নিয়ে করবে কৃতকর্ম।

পৃথিবীটা একটা চ্যালেঞ্জিং কর্মশালা,
যেখানে তীব্র প্রতিযোগিতা প্রবলা।
আশায় বুক বাঁধে নামের সুবিচারে,
যুগোপযোগী জ্ঞানার্জন নিশ্চিত করে।

আগামী দিনে পথচলা দীপ্ত অন্বেষণে,
সুশিক্ষার শিখন নিশ্চিতে প্রতিক্ষণে।
দুর্বার গতিতে শিক্ষা ক্রমে নিশ্চয়তা,
শিক্ষার্থী জপতপ তুখোড় স্বার্থকতা।

তাইতো আজি আহবান শিক্ষার্থীদের,
আলোয় সুশীল সমাজ গড়ো আবার।
পৃথিবীকে উদ্ভাসিত করো জ্ঞানালোয়,
উঠুক ফুটে আনন্দ আগামী প্রত্যয়।

     তাং- ১৯/০৮/২৪ ইং
  চুকনগর,ডুমুরিয়া , খুলনা ।