ভালবাসা
--------------------------------------
-------শিব পদ রায়

ভালবাসা জীবনে নৈতিক অধিকার,
প্রেম আসবে নিরবে নিভৃতে সবার।
হৃদয় আছে যার সেই তো ভালবাসে,
প্রতিটি মানুষের দ্বারে সে ক্ষণ আসে।

তিক্ত করে নয় স্বাধিকার নিয়ে এসো,
মনের কোণে বনে অন্তর জুড়ে বসো।
ধৈর্য্য ধরে চলবে ঐকান্তিক মিলনে,
অকৃত্রিম প্রাপ্তি রবে গহীন কাননে।

যত দ্রুত আসে তত দূরে চলে যায়,
ব্যস্ততায় হয় না ভাব মিলন মেলায়।
অপেক্ষার পালা ধীরে ধীরে মজবুত,
শুধু বেড়ে ওঠে ঘন ঘন মহব্বত।

প্রকৃত প্রেম কখনো হবে না বিনষ্ট,
সবই বিলীন হলেও সত্যে আকৃষ্ট।
দুজন দুজনায় ভুলে নাতো কখনো,
স্বর্গ হতে আসে প্রেম নিত্য চিরন্তন।

        তাং- ২৯/০৭/২৪ ইং