চাঁদের আলােয় ঝলসানো


কেন তােমার মুখটা,


অসহ্য লাগছে! একটু সরাও


আমি যে তােমায় দেখব বলে শুধু


তাই বন্ধ রাখি চোখটা,


চোখ হারালাম তােমার মায়ার লােভে


চূর্ণ সেদিন চোখ বন্ধ করার পায়তারা সব মোর।


চারপাশের মানুষের ভাবনার


স্রোতে হারাচ্ছে না কেন


প্রতিক্ষণ একজনের খোঁজার মন।


একটু ধৈর্য ধরাে!


আমার ধৈর্যের সীমানাটা একটু ভাবলে না,


এই তাে সামনে মৃত্যুটা


তারপর….


বিচ্ছিন্ন কতগুলাে মহাকাল


এরপর


কি পাবাে তােমায়?


বলাে না?


শুনতে চাই না পৃথিবীর কোন মোহনীয় বানী


কাউকে যখন কিছু বলার মতাে দেখিনা আমি।