না সবাইকে, না  কাউকে
       খারাপ বলতে দ্বিধা হয় আমার।
আবার! সেই আমার, পুরো টাই হয়তো তাই।

সবাইকে খারাপ বলি কিভাবে?
তারা তো শুধু মেঘকে  স্পর্শ করে
আকাশকে যে পায়নি তা বুঝে  বা না বুঝেই।
এই লেখা সকলের তরে
"যারা আমায় জন্যে মেঘ কে করে দিয়েছে ভালোবাসার নীল আকাশ"।


বিশ্বাসের অযোগ্য বুঝতে পেরে
পার্থিব সম্পর্ক বিচ্ছিন্ন রাখতে ইচ্ছে করে যখন


  তখনই নীলে ঢাকা আকাশটি  উপলব্ধি করে
  কিছু কষ্ট  শুধু একান্তই  আমার।
আকাশের বিশালত্বের মাঝে ভেসে বেড়ায় ভিন্ন ভিন্ন রংয়ের মেঘের মায়াগুলো।
      অসুখগুলো সুখের  না হলে
     কষ্টের জন্মানো রইল বাকি পড়ে।
     সুখ ফিরিয়ে দেয়াটাই সুখের পথ।
    সুখে রাখার সুখ টাই সুখের সৌন্দর্য
    দুঃখ ফিরিয়ে দেয়া হলো কাপুরুষতা ।
    আর যদি দুঃখ না ফিরিয়ে দেওয়া দুঃখের হয়
    তবে   তখন শুরু দুঃখের সাথে ঘৃনার সংসার।
      সবার কাছেই হেরেছি জানি
    "যারা আমায় জন্যে,
   মেঘ কে করে দিয়েছি ভালবাসার নীল আকাশ।"