আমি—


শিকারীর জালে আটকা পড়া ;


পাখিটির বুকের ভেতর জমে থাকা শব্দ,


সাগরের পেটে তলিয়ে যাওয়া ;


নাবিকের লালনীল স্বপ্ন,


তিনদিনের না খাওয়া ভিখারির ;


জলজলে চোখের ভাষা,


বুকের ভেতর ক্যান্সার বহন করা ;


লোকটির চোখের জল মুছে হাসা ।


আমার এসব পরিচয় জেনেও—


কিছু শব্দের পায়চারি মুখের মধ্যখানে ;


কতো শব্দ গিলে খেয়েছি কে-ই-বা জানে !


কিছু শব্দ গলার ভেতর নিশ্চুপ হয়ে হাসে ;


মাছের কাঁটার মতো গলায় বিঁধে আছে  !


যদি কবু একটু সময় হয়—


চলে এসো নিশ্চুপ সন্ধ্যায় ;


বিঁধে থাকা শব্দদের কতো


ব্যাথা দেখাবো তোমায়  !


                    ০৫, আশ্বিন
                 কৃষ্ণ পক্ষ, দ্বিতীয়া
                  ১৪২৮ বাংলা যুগ
                        আহমাদ