মাঝে মাঝে স্বপ্ন দেখি,
কোটি টাকার মালিক হবো।
লক্ষ লক্ষ টাকা আমি,
আকাশে উড়াবো।    


কখনো দেখি রাজা হবো,
আমার কথা মানবে সবে।
আবার দেখি নেতা হবো,
জোড়ালো গলায় ভাষণ দেবো।


কখনো দেখি কবি হবো,
পদ্যে-ছন্দে ডুবে রবো।
কেউ বলে কলম ছাড়ো,
কেউবা বলে বই পড়ো।


পড়ছি আমি বড় জ্বালায়,
কোনটা ছেড়ে কোনটা ধরি!
তাইতো আমি সব ছেড়ে,
চুপটি মেরে বসে থাকি।