হারিয়ে যায়নি সেই বুদ্ধিদীপ্ত চোখের চাউনি
তোমার নিঃশ্বাস থেকে ভেসে আসা গোলাপের নির্যাস
স্বর্গের সাতখানা দরজা খুলে যাওয়া
অপার্থিব সুখের সময়
সেই ছোট্ট ঘরের স্মৃতি


আজ যখন কালাপানিতে নিঃসঙ্গ দীপান্তর
তখন মুঠোভর্তি বালি, নুড়িপাথরে উষ্ণতা খুঁজি
সন্ধ্যেগুলো ক্ষণস্থায়ী বড্ড উদাস


তুমি ছিলে, তুমি থাকবেই
হলদেটে পুরোনো পাতা হয়ে যাওয়া এই বুকে
হয়ে গুপ্তধনের নকশা
নিষ্ঠুর এই দুনিয়ায়
আমার সব যাতনা সামলানোর বেদনাহর সুধা
আমি রয়ে যাব প্রভুভক্ত কুকুর হয়ে


কেড়ে নিওনা আমার সুখস্মৃতি
দুপেয়ে জীবনের যা কিছু অর্জন
নদী হয়ে বয়ে যেও
ঝরা পাতা ফুল হয়ে
আমায় ঢেকে দিও দুঃস্বপ্নের রাতে


নক্ষত্র-দূরত্ব থেকে ভালবেসে যাই
সব খাদ ঝরিয়ে খাঁটি সোনা হয়ে।
হারিয়ে যায়নি সেই বুদ্ধিদীপ্ত চোখের চাউনি
তোমার নিঃশ্বাস থেকে ভেসে আসা গোলাপের নির্যাস
স্বর্গের সাতখানা দরজা খুলে ভেসে আসা
অপার্থিব সুখের সময়
সেই ছোট্ট ঘরের স্মৃতি


আজ যখন কালাপানিতে নিঃসঙ্গ দীপান্তর
তখন মুঠোভর্তি বালি, নুড়িপাথরে উষ্ণতা খুঁজি
সন্ধ্যেগুলো ক্ষণস্থায়ী বড্ড উদাস


তুমি ছিলে, তুমি থাকবেই
হলদেটে পুরোনো পাতা হয়ে যাওয়া এই বুকে
হয়ে গুপ্তধনের নকশা
নিষ্ঠুর এই দুনিয়ায়
আমার সব যাতনা সামলানোর বেদনাহর সুধা
আমি রয়ে যাব প্রভুভক্ত কুকুর হয়ে


কেড়ে নিওনা আমার সুখস্মৃতি
দুপেয়ে জীবনের যা কিছু অর্জন
নদী হয়ে বয়ে যেও
ঝরা পাতা ফুল হয়ে
আমায় ঢেকে দিও দুঃস্বপ্নের রাতে


নক্ষত্র-দূরত্ব থেকে ভালবেসে যাই
সব খাদ ঝরিয়ে খাঁটি সোনা হয়ে।