বিরোধ যদি হয়, হতে দাও, এ কি শুধুই প্রাণ
এ সবই ধোঁয়া, কোনও আকাশ নাকি আর


লাগলে আগুন, আসবেই কিছু ঘর অবাধ্য
এখানে শুধু কি আর আমারই ঘর রয়েছে একার


আমি জানি শত্রুও কম নয় কিন্তু
আমার মত কি আর প্রাণ হাতে রয়েছে তাদের


আমার মুখ দিয়ে যা বেরোয় তা সত্যই
আমার মুখে কি আর রয়েছে তোমার বুলি


আজ যারা মসনদে আসীন কাল রইবে না
ভাড়াটে ওরা, পৈতৃক ভিটে নাকি


এ মাটিতে মিশে আছে সবার রক্ত
কারুর বাপের হিন্দুস্তান নাকি!



রাহাত ইন্দোরি (১ জানুয়ারী ১৯৫০-১১ আগস্ট ২০২০)