তরতাজা মন্দ-লাগায় এই দ্যাখো কাঁপছি আমি
কাঁপা-কাঁপা হাতে বহুবার তোমার নাম লিখলাম
টের পাচ্ছি ঠান্ডা লাগতে যাচ্ছে খুব
হাড়-হিম করা অপরাধবোধে কুঁকড়ে যাচ্ছি
কেন যে আমার জন্ম হল
কেন যে হারিয়ে গেলাম না মাতৃজঠরে
ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীর আলো দেখার অধিকার আমার নেই
তিলে তিলে যে হন্তারক সম্পর্ক খুন করে
এলোমেলো-অবাস্তব চিন্তাধারা
কদর্য-নোংরা ইতরামি গলগল করে বেরিয়েছে
দূষণে ক্ষয়ে গেছে মানবিক কাঠামো
কাঁদিয়েছি অনেক
সে কান্না অভিশাপ হয়ে তাড়া করে রোজ
এক বসন্তের বাগানে বেপরোয়া কোপানোয়
বন্ধ্যা-নিষ্ফলা আজ প্রতিটি ঋতু
অ্যাসিড ঝরে দিনভর
আর তাতে পুড়ি
পচাগলা দেহে যে হাহাকার করি
তা ক্রমশঃ অট্টহাসি হয়ে মিলিয়ে যায় অতীতে।