এক কাপ নিকোটিন
এক কাপ ধোঁয়া
নষ্ট করে আকাশ
নষ্ট করে তার ছোঁয়া;

পৃথিবীটা কি বদলায়?
বদলায় যে মানুষ?

রং যে তার পিছুপিছু
দিচ্ছে যে ঢাক অবুঝ শিশু,
ক্ষমতা থাকে কতকাল বল
এই তর আসল সমীকরণ
চোখ বুজলেই যে সবই শেষ
সব জেনেও অবশেষ

২০.০১.২০১৭ইং