একটা ঝাঁকুনি
অনেক কিছুই হারিয়ে দেয়
ভুলিয়ে দেয়, কিছু বলার ছিল তাই
নতুন কিছু
দেখে মনে হচ্ছে অনেক পুরনো প্রেমিকা
চারপাশ সবুজ আর ধূলোমাখা জুতা
আমিতো সেই মাঠিই, শুধুই রক্তমাখা
ভাবতে হচ্ছে
মাঠের পর মাঠ
দূর থেকে তেপান্তর চোখ যায় উড়ে
একটা নাম না জানা পাখির পিছনে কত ছুটেছি
আজ সব ফ্রেমে বন্ধি
একই পথ, একই রাস্তা
সবই আছে আগের মতই
শুধু কিছু মুখ মাঠির সাথে মিশে গেছে
আর আমার সময় ঠাই বদলে গেছে
০২.০১.২০১৭ইং