আমি বলবো না তোমাকে আমাকে প্রতিটা ক্ষণ ভালোবাসো
আমি চাইবো শিশিরের প্রতিটা স্পর্শে আমার সাথে হাঁটো দু একটা দিন
-না হয়
আমি দিনের হিসেব মিলাতে বসবো না
বসবো না পড়ে থাকা বিছানায় কাথা বালিশের মাজে শুয়ে ফিরতে ছিলে কেন এতক্ষণ
চাইবো অন্তত দিনের শুরুতে প্রথম দর্শন তুমি দাও
হাসি হাসি ঠোঁটে
ঐ দূর আকাশে পূর্ণ চাঁদের প্রেমে ঢুববো যখন
গরম ধোঁয়া ভরা পাত্রে হাজির না হয় হইয়ো ভুল করে
পাশে বসে কিছুটা সময় নষ্ট করো
-না হয়
লড়াই করে ফিরবো যখন যুদ্ধাস্ত্র হাতে নিয়ে
এ সমাজে প্রতিটা কীট এর সঙ্গে
অন্তত ঠান্ডা শীতল বাতাস দিও
দেহের তৃপ্ততা পাবার জন্যে
মুখের মন্ত্রে আমাকে জাগাতে হবে না
হবে না ঘুমিয়ে গেলে দৃষ্টি ভরে দেখে নিতে আমায়
খুব ভয়ে পা থেমে গেলে হাতের বাহু আঁকড়ে ধরে রাস্তাটা না হয় পার করে দিও
শুধুই এটুকু চাইছি