কর্ম জীবনের ছুটন্ত এক নাবিক আমি
ছুটছি নিরন্তর, বেলা বহে যায় যে কত
শিশিরের বুঝি এখনো জাগার সময় হয়নি
প্রভাতের সূর্য প্রাণের দোয়ার খুলে দেখিনি
গভীর রজনীতে তুলিনি যে দু'হাত আকাশে
আঁখি জুড়ে ঝর্ণা যেন কোথায় হারিয়েছে
যে নদীতে সাঁতরে হয়নি দেখা বহুকাল
প্রিয়মুখের কতশত অভিযোগ হচ্ছে জমা
তবুও এক কাপ চায়ের বাহানা ভীষণ
দূরত্বের গল্পের গল্পকারের খোঁজ মিলেনি
হারিয়ে গিয়েও ফিরেছে প্রভুর দরবারে
যাহার মাঝেই চির প্রশান্তির সুখ ধারা
কবুল করো হে পরওয়াদিগার আমায়
১০.০২.২০২৫ইং