মধ্যাঙ্গুলি দেখানোর মাঝে পিশাচ হাসি লুকিয়ে তাকে
দূরে চলে যেতে দেখেও গভীর ঘুমে তলিয়ে যেতেও ভালো লাগার কাজ করে
ঠিক কতক্ষণ তার হিসেব নাই বা জানলাম
রাত গভীর হবে, খাট বদল হবে
ছাদের রঙ দেখবে নতুন রুপে
তাতে কি আসে যাবে
পিশাচ হাসিটা যত না দেখানো যায়
তার চেয়ে শতগুণ বেশী চেঁপে রাখা যায়
খুনির পরিচয় নেই তবুও খুনি বলেই ঢাকি তরে
স্বপ্নের খুনি প্রথম ও শেষ
ঠিকানা বদলাবে তার মতো করেই মনও বদলাবে
জানা নেই, অরক্ষিত অবস্থায় সব রবে
যেমন টি সেই অতীতে বেঁচে ছিল
বিদায় বেলায়ও বলা হবে না
হয়তো বলার নেই কিছু
এক সমুদ্র ফেনা আঁকড়ে কবিতার খাতায় হবে কখনো বন্ধী
সত্যি সমাপ্তি এভাবেই হবে
খুন হওয়া লাশের পাশে কিছুটা সময় হারিয়ে যাক
তুই আমার এই মধ্যাঙ্গুলির অযোগ্য