এই মুহূর্তে কিছু লিখতে হবে
নয়তো ছাদের সিলিং ধরে একদৃষ্টে চেয়ে থাকতে হবে কিছুক্ষণ
কি ঠিক হবে জানিনা কেন যেন
লিখনির জন্মের চেয়ে তিন পাখার দ্বিকে চোখ দু'টি একটু স্থির করে রাখাই ভালো মনে হচ্ছে
দেখতে পাবো একটা রশি
গোল বৃত্তের মতই
সাথে করে লম্বালম্বি ঝুলে আছে
একটা দেহ; মাঠি থেকে কয়েক ইঞ্চি উপর
পাশেই কাৎ হয়ে পড়ে আছে ছোট্ট টেবিল
আমাকে কেহ মুক্তি দিয়েছে
হাত দু'টি শক্ত হয়ে আঁকড়ে ধরেছে
সর্বশেষ মুক্তির আশায়
আদৌ কি মুক্তি পেয়েছি?