এক মেলায় ভেবেছিলাম তোমার জুগলে দু'টি বালা পরিয়ে দেবো
তুমি আসনি সেদিন -কেন? জানতে চেয়েছিলাম
জবাব দাওনি! তারও আগে ঘরের কোণে পড়ে থাকা ড্রয়ারের তলানিতে আছে এখনো
পায়েল খানা পরিয়ে দেওয়া আজও হয়ে উঠেনি


জিনিয়া, সূর্যমুখী, ডালিয়া, কসমস, পিটুনিয়া, গাঁদা, লুপিন, চন্দ্রমলি্লকা, কার্ণেশনসহ ওরা হেমন্ত এলো বলেও আমাকে সুঘ্রাণ দিতে পারেনি
মনে মনে বলেছি সব ছেড়েছি? আজ যে কবিতার মেয়ের রঙে সেও যে কথা রাখেনি
অদের দোহাই দিয়ে কোনো নব্য পাখি এশে হাজিরা দিবে


অলস সময়ে ভাবনা জেগেছে
কবিদের সুরে আজ টনক নড়ে
হে মাধুরী সেই শৈশব কৈশোর ছেড়ে যেতে বুজি এলে অবশেষে
অবাধ্য আর কিসের পরে হেমন্ত
হাত ফাঁকা পা চরণে আর কপালে কালো টিপ
সব যেন নতুন করে শুরু


#নব্য_পাখি


লিখনি -০৮/১১/২০১৮ইং