তুমি জানতে আমাদের প্লাটফর্ম অনেক ছোট
কখনো ঝনঝনানি শব্দে দৌড়ে এশে কেহ হাত বাড়িয়ে দিবে না
বলবে না শিকল টেনে একটু অপেক্ষায় থেকো প্রিয় মুখ
শৈশবের খেলাঘর ভেঙ্গে হারিয়ে গেছে
সবুজ তেপান্তর মাঝে সিগারেটের ধোয়া উড়িয়ে
মুখে গন্ধ লুকিয়ে ঘরে মায়ের বকুনি তবুও শোনা
দুপুরের খাবার না খাওয়ার অপরাধে
এখানে কি ভালোবাসা কোনো অংশে কমতি আছে জানাতে পারো?


তুমি জানতে একপাক্ষিক ভালোবাসার অপরাধ কি
না জেনেও ট্রেনের বাহির থেকে হাতটা এগিয়ে দিয়েছিলে
না সেদিন তার উষ্ণ স্পর্শে কাউকে জাগিয়ে বলেছিলে
তুমি কি আমার শীতল জলের প্রথম স্পর্শ হবে?
জানি হাসছ- স্বামী সংসার নিয়ে দিব্যি দিন যাচ্ছে ভালোই
আমিও আজ ভালো আছি অতীত বর্তমান মাঝে কখনো ভবিষ্যতের রূপে বিমোহিত হইনা
খুঁজে ফিরি সেই প্লাটফর্মে যেখানে প্রথম দেখা
অন্ধ হয়ে পুরনো সেই দিনের সাথে
তবুও জানো কেউ শিকল টেনে জিজ্ঞেস করে না
ফিরতি ট্রেনে কেউ আর ফিরবে না জানো, তবুও কেন অপেক্ষা?