নিজেকে জিজ্ঞাসু ছলে জবাব চাই-
কেন এইখানে?
খুঁজতে গিয়ে দেখি অর্ধছেড়া জুতো
রং উঠতে গিয়েও উঠতে না পারা সুতো
আর এখানেই আমি থেমে হেরে গেছি
মাজে মাজে খুব করে হাহাকার হয়
পরিবার নামক শব্দ ছেড়ে যেতে ইচ্ছে হয়
নিম্নঘর জন্ম হলে সুদরে দেওয়া যেত
"দু'বেলা খাবারের মুরোদ নেই, শুধুশুধু স্বপ্ন"
উচ্চঘর জন্ম হলে জবাব দেওয়া যেত
"অনেক তো আছেই, আর কি"
এই সব কিছু মিলিয়েই আমাকে ভাগ হয়
দেহের তৃপ্তি নিয়েই হিসেব কষতে হয়
শহরের হাঁস-ফাঁসে জীবন এখন তৃণমূলে


___শহরের হাঁস-ফাঁস