একদিন দেখিতে পাবো খুব ভোরে হন্য হয়ে মানুষে-টানা দুচাকার গাড়ি খুঁজে চলেছ
আমিও নতুন এক সকালে ঈশ্বরের সাথে দেখা করার পর তাহার পৃথিবী মাঝে বিচরণ করিতে ছিলাম
হয়তো সেদিনও অচেনা একজনই থেকে যাবো
এক মানচিত্রের মাঝে নাম আসিবে না দু মরুর কারো
জানিবে না ঐ শিশিরস্নাত ভোর যাহার পাতার মড়মড় শব্দও শুনিতে পাবে না
তুমি সংসারী আমি ভবঘুরে শুঁয়োপোকা হয়েই র'বো
সূর্যের কিরণ জুড়ে দেখিতে পাবো অন্ধকার তাহারও মাঝে আলো; তোমার না অন্য কারো ছবি
চেনা অলিগলিতে ক্যাফে আর মিথ্যে লালনে প্রতিশ্রুতি চলিতেছে সেদিনও সবার ভিড়ে
কোথাও দেখিতে পাবে ঘুমন্ত খুকি
ছবির কাঁধে তোমার পরশ নাম জানিতে ইচ্ছে হবে যে খুব
কাছে যেতেই যে চাদরে তুমি মুখ ঢেকে নিয়েছিলে
আর লাল বেনারসি তে তোমাকে নতুন চাদরে আগলে রাখলে
সে অধিকারে আসিতে পারবো না কভু আমি যে
তবু তুমি ভালো থেকো
সেই প্রথম ও শেষ দিনের পথে
হেঁটে চলা ভোরে তোমাকে দেখে কিছুটা সময় বহে যাবে
জানিবে না কেহ? জানিবে শুধু আমার পরমাঈশ্বর
যাহার পরে এ জীবন ও মরণ