একবার বললেন -'এই ইহ কিংবা পরও আমি ছেড়ে দেই, তোমায় সপে'
সেদিন কৃষাণি ধান বিক্রির টাকা দিয়েও মাংস খাওয়াতে পারেনি
ছেলের আবদার ছিলো সেই ইকটু তাও ভাগ্যে জুটেনি
তোমাকেই ভেবেই ক্লান্ত ঠিক ঘুমিয়ে পড়ি কখন কে জানে
অতীত কিংবা কোনো একদিনের পূর্বাহ্ণ আমায় তাড়া করে ফিরে যায়
খাবার তুলে দিতে না পারা কোমল হৃদয় জেগে উঠে
অতি আগ্রাসী সমাজের বুড়োতা কে আঙুল দেখাই
তারা অন্ন দিতে শেখায় না
দেখে কর্ম করে দু পয়সা কামানো ছেলেটাকে ছোট করে
কৃষাণির জল গড়ায়, দুপুর পেরিয়ে খোকন ঘরে ফিরেনি
তোমাকে কখনো ঘৃণা করতে না পারা আমায় তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে
শত মাইলের দূরত্ব কখনো হারিয়ে যায় না
পাহাড় মাটি আর নুয়ে পড়া আপগাত জুড়ে কদম ভিজিয়ে কথা বলি
অট্টহাস্য রসে
কেন জানিনা সেখানে তোমাকে খুঁজে ফিরি
খোকনের লাশ ভেসে আসে
তিলক চুম্বক মনে নিয়ে আঁকড়ে ধরি
সবুজে শুইয়ে দেই চিরতরে
কৃষাণির জল ফুরায় না আজো
'তোমায় সপে দেই, ইহ কিংবা পর ছেড়ে দিলাম খোকন কে'