মনে পড়ে নিকোটিনের সুঘ্রাণ
বয়স তখন সদ্যজাত কিশোর হবে
ছুটে চলার সময়
নদী পাখি আর অথৈ দিগন্তের পথ ধরে
স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আমি
পাড়ি দিয়েছি ১২/১৩ হবে
নিকোটিন জ্বালানি শূন্যে ভেসে আসে আলো
তবু জেগে জেগে স্বপ্নের সাথে কাটি
তখনও প্রেমের মৃত্যু হয়নি
শুধুই পথের শুরু
আর স্কুল ফাঁকি দেবার গল্প সাজিয়ে
দিনের শেষ অব্দি
একদৃষ্টি হঠাৎ থমকা হাওয়া
এখনো শিহরণ বয়ে যায় সেই অতীতের


কিশোরের মৃত্যু আজ অর্ধসত্য যৌবন
পাড়ি দিচ্ছি ঘড়ির কাঁটার সাথে বর্ম নিয়ে
জেনেছি নিকোটিনের সুঘ্রাণ সতেরোতে শুরু
আজ যুগ পেরিয়ে গিয়েছে
১৭/২৬ পেরুলে কি আর সত্যের
মৃত্যু হবে??


(২১.০১.২০২০ইং)