তুমি আমি মিলে
একাকী রাস্তা হেঁটে যাবার স্বপ্নে বিভোর থাকি
হঠাৎ কোন পরিচিত মুখ পেয়ে গেলে
চক্ষু খুঁজে নিলে
নিজেই নিজেকে আড়াল করি

চেনা মুখ, চেনা জন
আঁকছে ওরা রোজ
তবুও তাদের ভয় হবে
একটু আগলে পথ দাঁড়াবে
পরিচয় বুজি আজও জানা হলো না

তুমি হাসছো দু'টি ঠোঁটে
লাগছে দোলা মন আমাতে
একি স্বপ্নে দেখা
আমি খুঁজছি তোমাকে
সেই পথ ধরে

কোন এক ভালোলাগা ধরে
আজও পড়ে থাকা পিছনের মায়া নিয়ে
আমি পারিনা নতুনত্বে বলে নিতে
আবার নতুন উন্মাদনায়
ফের কিছু সংলাপে

০৪.০২.২০১৭ইং