বিধাতার এক অসীম আশীর্বাদে,
      জন্মেছি এক  রূপবৈচিত্র্যময় দেশে।
   যেখানে_মাটি,বৃক্ষ,নদী-নালা,পশু-পঙ্খি,
        লতা-পাতা স্ব-জাতের কথা বলে।


               এ কোন জাতি রে ভাই  
যে জাতি সইতে পারে না,কিঞ্চিৎ অন্যায়কে
যে জাতি সইতে  জানে না, অহেতুক উসকানিতে
যে জাতি অপবাদের মুখে দেয়, সমীচীন জবাব
যে জাতির কাছে ত্রিভুবনের গোটা জাতি শূন্য।
  
                এ কোন জাতি ভাই  
যে জাতি ভাইকে বাঁচাতে, বোন সম্মুখে দাঁড়ায়
যে জাতি জননীকে ছেড়ে,বাঁচায় জন্মভূমি
যে জাতির কাছে প্রাণ দেওয়া,হয়েছে ডাল-ভাত
যেখানে বর্ষে জন্ম হয় এক শ্রেষ্ঠ পুরুষের।


                এ কোন জাতি ভাই  
যে জাতির জন্য কান্না করে স্বয়ং-মৃত্তিকা,
যে জাতির জন্য বৃক্ষ বন্ধ করে সমীর,
যে জাতির পক্ষে প্রবহমান নদী করে সিংহের গর্জন
যে জাতির জন্য মুক্ত অন্তরীক্ষ করে অভিমান।


                এ কোন জাতি ভাই  
যে জাতির চিত্ত পাক ফুলের মতো
যে জাতিকে মেদিনীর অপর প্রান্তে চেনা যায়
যে জাতিকে বলা হয় অসীম ধৈর্যের মূর্তপ্রতীক
যে জাতির শক্তির উৎস বাংলা বর্ণমালা।


                এ কোন জাতি ভাই    
যে জাতি হর্ষ-বিষাদ ভাগ করে নেয় ভাই
যে জাতি তাদের জীবন্ত প্রাণের কথা বলে  
যেখানে ধর্মের নেই কোন টানাপোড়ন,  
যেখানে রয়েছে জগৎ-সংসারের শ্রেষ্ঠ মিলন।


এ এক প্রখর সম্ভাবনাময় বাঙালি জাতি,
যে জাতি স্বপ্ন দেখে স্বপ্নের সোনার বাংলার।