বীর বাঙালিরা আজ কী যেন হয়েছে!
উন্নতির ভার যাদের উপর তাদের নিচু করে দেখে।
         ভাবে না যে_
তেরেসা-গান্ধি করেছে শুধু সু-কর্ম সাধন,
ফিকির করেনি স্বীয় জীবনের করেছে শুধু পরের।
হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খ্রিষ্টানদের সেবা করেছেন বেশ
বলেছেন তাঁরা সবাই মানুষ নেই কোনো ভেদাভেদ।
বৈরাগী হয়ে আছো ক্ষণকালের ধরায়_
পারলে জীবন দাও বিসর্জন শান্তির আশায়।


বীর বাঙালি হও তুমি হবে না পাকসেনার মতো,
তবে জীবন হবে সার্থক স্বর্গের মতো।
গরীবী আসিলেই শুধু করো না ক্রন্দন,
তবেই জীবন হবে তোমার বীরের মতোন।
প্রকৃতিকে দেখেছো শুধু কাকতাড়ুয়ার মতো,
ভেবেছিলে কখনো তুমি জীবন'দাশের মতো।


নিন্দুকের স্থান দেও রাজার আসন,
কেননা বিনা পয়সায় কাজ করে সে পরীর মতোন।
বিপদে ফেলা পথ করে পরিষ্কার,
আপন জীবন ছেড়ে করে,পরে হাহাকার।
এডিসনের মতো যদি হও ধৈর্য্যশীল,
কর্ম-পেশা তোমাকে খোঁজবে হবে না চিন্তাশীল।


মনীষীদের চলা পথ করো অনুকরণ,
তুমিও হতে পারবে তাঁদেরই মতোন।
উপেক্ষা করো না কাউকে করো সমাদর,
তবেই হবে তুমি দেবতা-ঈশ্বর।